বগুড়ায় করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

বগুড়া নিউজলাইভ ডটকমঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ি এলাকায়, শ্বাসকস্ট সহ করোনার উপসর্গ নিয়ে ৭০ বছরের এক বৃদ্ধ শনিবার রাতে মারা গেছে। উপজেলা প্রশাসন রবিবার সকালে ওই বৃদ্ধের ঘর সহ আশেপাশের ১০টি দোকান ও বাড়ি লকডাউন করেছে।
উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ জানিয়েছে ওই বৃদ্ধ পরিবার থেকে বাইরে একটি ঘরে একাই থাকতেন। বেশ কিছুদিন ধরে তিনি শ্বাসকস্টে ভুগছিলেন।
সুত্র জানায়, তার জ্বর সর্দি ও ছিলো। রাত ১১টার দিকে তিনি তার ঘরে মারা যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভীন জানিয়েছেন, করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করেছে। রবিবার সকালে তারা ঘটনাস্থল পরিদর্শন করে ওই বৃদ্ধের ঘরের আশে পাশের ১০টি দোকান সহ বাড়ি লকডাউন করেন। এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনা সন্দেহে জেলার বিভিন্ন এলাকায় থেকে ৩৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান হয়েছে। এছাড়া জেলায় নতুন করে ৩৩৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরা করোনার হটস্পট হিসাবে চিহ্নিত এলাকা গুলো থেকে বগুড়ায় এসেছে। জেলায় বর্তমানে হোমকোয়ারেন্টাইনে রয়েছে ১২৯৬ জন।

error

Share this news to your community