বগুড়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৫শ ছাড়লো

স্টাফ রিপোর্টার বগুড়া নিউজলাইভ ডটকমঃ বগুড়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৫শ ছাড়িয়েছে।বৃহস্পতিবার বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও টিএমএসএস হাসপাতালের পিসিআর ল্যাবে ২৩০ জনের নমুনা পরীক্ষায় একজন ডাক্তারসহ ৪২জন করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে বগুড়ায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫১৭ জনে। এর মধ্যে নারী ৯৬, শিশু ২৭ ও পুরুষ ৩৯৪ জন। এদের মধ্যে সদরের- ২৮জন, শেরপুরে ৮জন, গাবতলীতে ২জন, ধুনটে ২জন, শাজাহানপুর ও কাহালুতে একজন করে। সদরের মধ্যে মাটিডালীতে একই পরিবারের ৪জন। শজিমেকের ১৮৮ ফলাফলে বগুড়ার ১৬৩ নমুনার মধ্যে ২৭ পজিটিভ ও টিএমএসএস এর ৪২ ফলাফলে বগুড়ায় ১৫জন পজিটিভ। এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত-৫১৭।এরমধ্যে-৪৮জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একজন মারা গেছেন। বাকী ৪৬৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এতথ্য নিশ্চিত করে বলেছেন, বগুড়ায় আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে।পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে।তিনি বলেন, আমরা ঘরে থাকি, মাস্কপরি ও সামাজিক দুরত্ব বজায় রাখি।তিনি জনসাধারণকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান তিনি।

error

Share this news to your community