বগুড়ায় ইতালিফেরত হাজী ক্যাম্প থেকে পালানো এক যুবকসহ পরিবার অবরুদ্ধ

বগুড়া নিউজলাইভ ডটকমঃ বগুড়া শহরের উত্তর চেলোপাড়ায় করোনা ভাইরাস সন্দেহে ইতালি ফেরত এক যুবকসহ গোটা পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে এলাকাবাসী।
ঐ এলাকার পৌর কাউন্সিলর পরিমল চন্দ্র দাস জানান, ইতালি ফেরত ঐ যুবক উত্তর চেলোপাড়ার হাসেম উদ্দিনের ছেলে মাসুদ মিয়া (৩০)। ইতালি থেকে মাসুদ দেশে ফেরার পর তাকে হাজী ক্যাম্পে কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে সেখান থেকে পালিয়ে আসে সে। খবরটি পেয়ে মঙ্গলবার সকালে এলাকার লোকজন তার বাড়ির সামনে ভিড় জমায় এবং এলাকা ছাড়তে বলে ঐ পরিবারকে। তিনি আরও জানান, বাইরে থেকে মাসুদ ও তার

পরিবারের সাথে কথা বলেছি। তাদেরকে জানিয়েছি আপনারা কেউ ১৪ দিন ঘর থেকে বের হবেন না এবং এলাকাবাসীকে এ বিষয়ে নীরব থাকতে বলেছি। ঐ পরিবারের কিছু প্রয়োজন হলে ফোনে যোগাযোগ করতে বলা হয়েছে।
বগুড়া সিভিল সার্জন ডাঃ গওসুল আজিম চৌধুরী জানান, উত্তর চেলোপাড়ায় আমাদের মেডিকেল টিম পরিদর্শন করেছে। তারা বাড়ী থেকে তাদেরকে বাইরে যেতে নিষেধ করেছে। পরবর্তীতে কি করা যায় সিদ্ধান্ত নেওয়া হবে।

error

Share this news to your community