বগুড়ার শেরপুর উপজেলার ৫ জয়িতাকে সম্মাননা

শেরপুর (বগুড়া) সংবাদদাতা: আন্তজাতিক নারী নির্যতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে এবং মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশ ব্যাপি পরিচালিত জয়িতা অন্বেষণে

বাংলাদেশ শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শাহবন্দেগী ইউনিয়নের ঘোলাগাড়ি গ্রামের জুলফিকার আলীর স্ত্রী মজিদা বেগম, শিক্ষা ও চাকরী ক্ষেত্রে শেরুয়া গ্রামের তফিজ উদ্দিনের মেয়ে শ্যামলী খাতুন, সফল জননী

পৌর শহরের ঘোষপাড়া এলাকার জয়ন্ত ভট্টাচার্যের স্ত্রী কাকলি ভট্টাচার্জ, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করায় মির্জাাপুর ইউনিয়নের বিরইল গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে রুখসানা ও সমাজ উন্নয়নে অসামান্ন অবদান রাখায় মির্জাপুর গ্রামের আবুল হোসেনের স্ত্রী নুর জাহানু বগুড়ার শেরপুর উপজেলা পর্যায়ে “শ্রেষ্ঠ জয়িতার” সম্মানে ভূষিত হয়েছেন।

৯ ডিসেম্বর সোমবার দুপুরে শেরপুর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে উপজেলা পর্যায়ে “শ্রেষ্ঠ জয়িতার”র হাতে ক্রেস তুলে দেন প্রধান অতিথি শেরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং নব নির্বাচিত বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আমির হামজা, ভেটেরিনারি সার্জন পিএএ ডাঃ মোঃ রায়হান, উপজেলা ভাইচ চেয়ারম্যান শাহজামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক সাইফুল বারী ডাবলু, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, পৌর কাউন্সিলর রেজাউল করিম সিল্পপ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভ প্রমুখ।

error

Share this news to your community