বগুড়ার নন্দীগ্রামে গৃহবধুর মাথা ন্যাড়া করে দিলেন স্বামী

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার নন্দীগ্রাম তুচ্ছ ঘটনায় গৃহবধুর মাথার চুল মুড়িয়ে ন্যাড়া করে দিয়েছেন স্বামী। বৃহস্পতিবার উপজেলার ইউসুফপুর গ্রামে এ ঘটনার পর শ্বশুরবাড়ির লোকজন মারজিয়া আকতার রূপালী নামের ওই গৃহবধুকে বাড়ির একটি ঘরে আটকে রাখেন।
শুক্রবার সকালে রূপালী তার বাবা-মাকে খবর দিলে তারা এসে তাকে উদ্ধার করেন। পরে পুলিশ রূপালীর স্বামী মোরশেদুল ইসলাকে আটক করে। নন্দীগ্রাম থানার ওসি শওকত কবীর জানান, বৃহস্পতিবার দুপুরে রূপালীর হাত থেকে আচারের বয়াম মেঝেতে পড়ে ভেঙে যায়।
এনিয়ে শ্বাশুড়ি বেবি বেগমের সাথে তার ঝগড়া হয়। স্বামী মোরশেদুল রাতে বাসায় ফিরে এ ঘটনা শুনে স্ত্রীকে বেধড়ক মারপিট করেন। একপর্যায়ে তাকে বাথরুমে নিয়ে মাথার চুল মুড়িয়ে ন্যাড়া করেন দেন। ঘটনার পর স্বামী ও শ্বাশুড়ি রূপালীকে একটি ঘরে আটকে রাখেন। শুক্রবার সকালে রূপালী কৌশলে মোবাইলফোনে নাটোরের সিংড়া উপজেলায় তার বাবা-মাকে খবর দিলে তারা এসে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ইউসুফপুরে গিয়ে রূপালীর স্বামী মোরশেদকে আটক করে। এ ঘটনায় রূপালীর মা মঞ্জুয়ারা বেগম দুপুরে বাদী হয়ে নারী ও শিশু নিরযাতন দমন আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বল্ধেসঢ়;ও ওসি জানান।
error

Share this news to your community