পরীক্ষিত নেতাদেক নির্বাচিত করে আন্দোলন জোরদার করতে হবে-জি এম সিরাজ এমপি

বগুড়া নিউজলাইভ ডটকমঃ বগুড়া জেলা বিএনপি’র আহ্বায়ক সদর আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ বলেছেন বিএনপিকে তৃণমুল থেকে সম্মেলনের মাধ্যমে সু-সংগঠিত ও শক্তিশালী করে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে জোরদার করতে হবে। তিনি ত্যাগী পরীক্ষিত নেতাদেক ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করে এই আন্দোলনকে জোরদার করতে তৃণমুল পর্যয়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। শুক্রবার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় তালোড়া পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথীর বক্তব্যে এ কথা বলেন।
স্থানীয় ধানপূজা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে তালোড়া পৌর বিএনপি’র আহ্বায়ক আনোয়ারুল হক বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এ্যাড. এ.কে.এম. সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপি’র সদস্য এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, শেখ তাহা উদ্দীন নাহিদ, কে.এম খায়রুল বাসার, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম, মহিলা দলের নেত্রী নাজমা বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একেএম মাজেদুল ইসলাম জুয়েল, যুগ্ম আহ্বায়ক সরকার বকুল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর আলম সিদ্দিক রিগ্যান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত গোপন ব্যালটে ভোটের মাধ্যমে তালোড়া পৌর বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনে ভোট গ্রহণ চলছিল। তালোড়া পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপি’র কমিটির মোট ৬শ ৩৯ জন কাউন্সিলার তাদের ভোট প্রদানের মাধ্যমে নেতা নির্বাচন করছেন।

error

Share this news to your community