নন্দীগ্রাম পুরাতন বাজারের জনগুরুত্বপূর্ণ টিউবওয়েলের বেহাল দশা

নাজমুল হুদা, নন্দীগ্রাম প্রতিনিধি, বগুড়া নিউজলাইভ ডটকম ঃ পানির অপর নাম জীবন। পানি ছাড়া জীবন বাঁচে না। তাই পানির জন্য প্রয়োজন টিউবওয়েল। নন্দীগ্রাম পুরাতন বাজারে রাস্তার পার্শে জনগুরুত্বপূর্ণ একটি টিউবওয়েল বেহাল দশায় রয়েছে। যা দেখার কেউ নেই? এমন প্রশ্ন অনেকের। এ টিউবওয়েলটি দীর্ঘদিন পূর্বে স্থাপন করা হলেও তা রক্ষণাবেক্ষণ করার অভাবে টিউবওয়েলটি নোংরাবস্থায় রয়েছে। যে টিউবওয়েলটির পানি দিয়ে ৩টি হোটেলের রান্না করা হয়। সেই সাথে এ টিউবওয়েলের পানিই পান করানো হয়ে থাকে এ অঞ্চলে জনসাধারণকে। এ ছাড়া নন্দীগ্রাম পুরাতন বাজারের শতাধিক দোকানের মালিক-কর্মচারীরাসহ সাধারণ মানুষ এ টিউবওয়েলের পানি পান করে আসছে। এ টিউবওয়েলের পাড় ও পার্শের ড্রেন এত নোংরা যে, তা দেখলে কারো পানি পান করার ইচ্ছেই হবে না। এ বিষয়টি নন্দীগ্রাম পৌরসভা কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হলেও আজও কোন ব্যবস্থা গ্রহণ করেনি। এ টিউবওয়েল পাড় সংষ্কার করতে ২/৩ হাজার টাকা ব্যয় হবে। এই টাকা ব্যয় করলে টিউবওয়েল পাড়ের পরিবেশ সুন্দর হবে। আর সেটাই করা হচ্ছে না। আজও অবহেলায় পড়ে আছে জনগুরুত্বপূর্ণ এ টিউবওয়েলটি। এ বিষয়ে দোকানদার মহব্বত আলী বলেন, টিউবওয়েল পাড়ের পরিবেশ খুবই নোংরা। যা দেখলে পানি খেতে ইচ্ছে হয় না। হোটেল মালিক রাম চন্দ্র বলেন, টিউবওয়েলটি সংষ্কার করা দরকার। কিন্তু আজও সংষ্কার করা হচ্ছে না।

error

Share this news to your community