নন্দীগ্রামে নারী পুলিশ কনস্টেবলের স্বামী করোনায় আক্রান্ত, বাড়ি লকডাউন

বগুড়া নিউজলাইভ ডটকম, নন্দীগ্রাম প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে নারী পুলিশ কনস্টেবলের স্বামী করোনায় আক্রান্ত হয়েছে। এ ঘটনায় প্রশাসন তার বাড়ি লকডাউন করেছে। তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। ২৩শে মে এ তথ্য নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল।
জানা গেছে, নন্দীগ্রাম থানা পুলিশের নারী কনস্টেবলের স্বামী (৩৫) ঢাকার গাজীপুরে একটি কোম্পানীতে চাকুরী করে। গত ১৯ শে মে নন্দীগ্রাম থানার পাশে ভাড়া বাড়িতে আসেন। এ খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মীরা সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওই দিন তার নমুনা সংগ্রহ করে বগুড়ায় পাঠায়। আর তাকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলে। পরে ২২ শে মে রাতে তার নমুনা রিপোর্টে করোনাভাইরাস পাওয়া যায়। এ ঘটনার পরপরই রাতেই আক্রান্ত ব্যক্তির ভাড়া বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল বলেছে, ঢাকার গাজীপুর ফেরত মহিলা পুলিশের স্বামীর শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। তিনি রাজশাহী জেলার বাসিন্দা। সে যে বাড়িতে থাকে সে বাড়ি লকডাউন করা হয়েছে। বাড়িতে রেখেই তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

error

Share this news to your community