নন্দীগ্রামে উন্নত মানের পিঁয়াজ বীজ উৎপাদনে ব্যাপক সাফল্য

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রমে কৃষক পর্যায়ে বারী ৪ উন্নতমানের পিঁয়াজের বীজ উৎপাদনে ব্যাপক সাফল্য এসছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, কৃষক পর্যায়ে উন্নত মানের পিঁয়াজের বীজ উৎপাদন সংরক্ষন ও বিতরন ৩য় পর্যায়ে প্রকল্প নন্দীগ্রাম উপজেলার বর্ষন চেচুয়া পাড়া গ্রামের ইনছান, মুকুল, হেলাল ও গোলাম তাদের নিজস্ব ৩ বিঘা জমিতে কৃষি অফিসের ব্যাবস্থাপনায় বারী ৪ জাতের পিয়াজের বীজ উৎপাদন শুরু করে। প্রথম পর্যায়ে কৃষি অফিস থেকে ১৫ মন পিয়াজের বীজ প্রদান করা হয়। পরে কৃষকরা কৃষি অফিসের নির্দেশনায় জমি প্রস্তুত ও সার প্রয়োগ করে। পরে কৃষি অফিস থেকে দেওয়া বীজ জমিতে রোপন করে। বর্তমানে জমিতে পেঁয়াজের গাছে ফুলকা হয়ে বীজের আকার ধারন করেছে। এই প্রতিনিধি সরেজমিনে জমিতে গেলে কৃষকরা জানান এ প্রর্যন্ত জমি চাষ সার কিটনাশক নীড়ানী সহ তাদের বিঘা প্রতি ১০-১৫ হাজার টাকা খরচ হয়েছে। আর মাত্র ১মাস পর গাছে বীজ আকার ধারন করবে । উপ- সহকারী কৃষি অফিসার সাজ্জাদুল ইসলাম জানান, কৃষি অফিস থেকে সার ও বীজ সরকারী ভাবে প্রদান করা হয়েছে এবং সকল প্রকার পরামর্শ প্রদান করা হয়েছে। যার কারণে প্রকল্প অবস্থা অত্যন্ত ভালো তিনি আরো বলেন প্রতি বিঘায় ৯০ থেকে ১২০ কেজি বীজ উৎপাদন হতে পারে যার বাজার মূল্যে প্রতি কেজি ১২শ থেকে ১৩শ টাকা উৎপাদন খরচ বাদ দিয়ে প্রতি বিঘায় ১ লক্ষ টাকার মত লাভ হবে। এ বিষয় উপজেলা কৃষি কর্মকর্তা মো: আদনান বাবু বলেন আবহাওয়া ভালো থাকলে আগামী দিনে এই প্রকল্প থেকে ভালো বীজ উৎপাদন হবে যা থেকে নন্দীগ্রাম উপজেলার সকল কৃষক অত্যান্ত কম মূল্যে বীজ পাবে।

error

Share this news to your community