নওগাঁ মানবিক পুলিশ সুপার কর্তৃক স্বামী পরিত্যক্তা চন্দনা মিতুকে সেলাই মেশিন প্রদান

সাইফুল ওয়াদুদ, নওগাঁ প্রতিনিধি, বগুড়া নিউজলাইভ ডটকমঃ মঙ্গলবার নওগাঁ জেলার সুযোগ্য মানবিক পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া শহরের দক্ষিণ কালিতলা চন্দনা মিতুকে একটি সেলাই মেশিন উপহার দেন। অসহায় দরিদ্র চন্দনা মিতু একজন স্বামী পরিত্যাক্তা প্যারালাইসিস রোগী। সংসার বিচ্ছিন্নের পর থেকে একমাএ সম্বল অধ‍্যয়নরত পুত্র সন্তান নিয়ে সেলাই ফোঁড়া কাজ করে কোনভাবে সংসার চালিয়ে আসছিল। ইতিমধ্যে তার বাবা-মাকে দুনিয়া থেকে হারিয়েছে। হঠাৎ প‍্যারালাইসিসে আক্রান্ত হওয়ায় একমাএ ভরসা সেই আগের সেলাই মেশিনটি বিক্রি করে চিকিৎসা ব‍্যয় নির্বাহ করেন। বর্তমানে জীবিকা নির্বাহের কোন ব্যবস্থা না থাকার কারণে মানবেতর জীবন যাপন করছিলেন। বিষয়টি চন্দনা মিতু বেগমের প্রতিবেশী বীরমুক্তিযোদ্ধা মোঃ মোকছেদ আলী পুলিশ সুপার কে অবগত করলে এবং মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আফজাল হোসেন সুপারিশকৃত আবেদনের প্রেক্ষিতে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান চন্দনা মিতু কে সেলাই মেশিন উপহার দেন। নওগাঁর সহকারি পুলিশ সুপার সুরাইয়া জানায় অসহায়, মানবেতরদের পাশে দাড়ানো একটি ভালো কাজ ও ভালো উদ‍্যোগ। আমরা সীমিত অর্থের মাধ‍্যমে যথাসাধ‍্য সেবা করার চেষ্টা করছি মাত্র।

error

Share this news to your community