নওগাঁয় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্ধোধন

নওগাঁ প্রতিনিধি ঃনওগাঁয় শিশুদের টিকা খাইয়ে জাতীয় ভিটামিন “এ“ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উদ্ধোধন করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা কমপ্লেক্স্র চত্বরে প্রধান অতিথি হিসাবে এর উদ্ধোধন করেন জেলা প্রশাসক হারুন অর রশীদ। এ সময় অন্যদের মধ্যে সিভিল সার্জন ডাঃ মোমিনুল হক, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর মোর্শেদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল কালাম আজাদসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন জানান, ১১টি উপজেলার ৯৯টি ইউনিয়নে ২৪৬০টি কেন্দ্রে ৯ হাজার ৮৪০জন স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবীদের দিয়ে ৬মাস থেকে ১১মাস বয়সী ৩১ হাজার ৭৩৭ জন শিশুকে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৯হাজার ৯৬২ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্য্পাসুল খাওয়ানো হবে। এছাড়াও শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণমত ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানোর আহবান জানান।

error

Share this news to your community