জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবার্ষিকী নওগাঁয় র‌্যালী


বগুড়া নিউজলাইভ ডটকম নওগাঁ প্রতিনিধিঃ “সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের“ এই প্রতিপাদ্য নিয়ে বর্ণ্যাঢ্য র‌্যালী ও আলোচনার মধ্য দিয়ে নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে। র‌্যালীর উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হারুন অর রশীদ। অর্থ মন্ত্রনালয়ের উদ্যোগে শনিবার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অতিরিক্ত পুৃলিশ সুপার রাশিদুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, কবি ও সাহিত্যাক আতাউল হক সিদ্দিকী, সদর উপজেলা পরিষদের ভাইন চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজাসহ প্রমুখ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।এতে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা কর্মচারী ও স্কুলের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষরা অংশ নেয়। (সাইফুল ওয়াদুদ নওগাঁ)

error

Share this news to your community