নওগাঁয় বিস্ফোরণে দগ্ধ হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু

সাইফুল ওয়াদুদ ঃ নওগাঁ পলিটকনিক ইনস্টিটিউটে কম্পিউটার ল্যাব
বিস্ফোরণে দগ্ধ হয়ে তোহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থী ঢাকা
মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা
গেছেন।গত রবিবার ভোর রাতে মারা গেছেন। নিহত তোহিদুল ইসলাম
নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের তৃতীয়
বর্ষের শিক্ষার্থী ও মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের গনেশপুর
গ্রামের আতাব আলী চৌধুরীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ
সোহওয়ার্দী হোসেন।
নিহতের বাবা আতাব আলী চৌধুরী জানান, ঢাকা মেডিক্যাল কলেজ থেকে
তার ছেলের লাশ নিয়ে আসার পরে গতকাল দুপুর ২টায় জানাজা শেষে
গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। পলিটকনিক ইনস্টিটিউট সূত্র
জানা যায়, গত ১ ডিসেম্বর রবিবার বিকেল ৫টার দিক ঐ প্রতিষ্ঠানের
কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় শিফটের শিক্ষার্থীদের
ব্যাবহারিক পরীক্ষা চলার সময় রসায়ন ল্যাব বিস্ফোরণে ৭ শিক্ষার্থী
দগ্ধ হন। তোহিদসহ ৩জন শিক্ষার্থীর অবস্থা গুরুত্বর হওয়ায়
তাদেরকে প্রথম রাজশাহী মেডিক্যাল কলেজ এবং পরবর্তীতে ঢাকা
মেডিক্যাল কলেজের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়েছিল ।

error

Share this news to your community