বগুড়ায় পর্নো ভিডিও বিক্রি কর্মকান্ডে জড়িত থাকায় গ্রেফতার ১৬ ॥ ৪৮টি হার্ডডিস্ক উদ্ধার

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় পর্নো ভিডিও বিক্রি ও সংরক্ষন করায় র‌্যাব রবিবার অভিযান চালিয়ে ১৬ জন
পর্নো ভিডিও বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা মোবাইল ফোন ও
চিপসের মাধ্যমে পর্নো ভিডিও বিক্রি ও সংক্ষনের ব্যবসা করে আসছিলো।
ইন্টারনেট সহ বিভিন্ন ভাবে এসব পর্নো ভিডিও সংগ্রহ করে তরুন সহ
বিভিন্ন বয়সের লোকজনের নিকট তারা মোবাইল ফোন ও চিপস সহ পেনড্রাইভে
তা বিক্রি করছিলো।

গ্রেফতারকৃতরা হলো-আরিফুল ইসলাম(২০),মোস্তাফিজার
রহমান(২৫),আব্দুল ওয়াহাব(২১),রাসেল হোসেন (২২),সাদেকুর রহমান(২০),রাকিব
হোসেন(২০),সামিউল ইসলাম(১৯),মোসাদ্দিকুর রহমান মানিক(২৬),রিপন
প্রামানিক(২০),এনামুলহক(২৩),রাশেদহোসেন(২২),নুরআলম(২১)সোহাগইসলাম(১
৯),বাপ্পীহোসেন(২১),জিহাদহোসেন (২০) ও মেহেদী হাসান (২৮)।
র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প জানায়,শহরের কেন্দ্রস্থল সাতমাথা সংলগ্ন সপ্তপর্দী
মার্কেটে ছোট ছোট টেবিলে কম্পিউটার বসিয়ে দীর্ঘ দিন ধরে এক শ্রেনীর
পর্নো ব্যবসায়ী বিভিন্ন বয়সী লোকজনের নিকট ১০ থেকে ৫শ’টাকায় পর্নো
ভিডিও বিক্রি করে আসছিলো। এতে অনেক তরুন বিপদগামী হচ্ছিল।

গোপনসুত্রে খবর পেয়ে র‌্যাবের একটি টিম দুপুরে অভিযান চালায় মোট ১৬ জনকে
গ্রেফতার করে। অভিযানের সময় অনেক পর্নো ব্যবসায়ী আবার দ্রুত তাদের
দোকান বন্ধ করে পালিয়ে যায়। র‌্যাবের অভিযানে ৪৮টি হার্ডডিস্ক, ১৬টি
মোবাইল ফোন ও ৩০টি সিমকার্ড জব্দ হয়। র‌্যাব বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত
কোম্পানী কমান্ডার মোঃ রওশন আলী জানিয়েছেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে
পর্নোগ্রাফি বিক্রয় ও সংরক্ষন আইনে মামলা দায়ের করা হচ্ছে। এছাড়া আটক
হার্ডডিস্ক গুলো পরীক্ষা করে এর সঙ্গে আরো কোন অপরাধমুলক কর্মকান্ড রয়েছে
কিনা তা দেখা হবে।

error

Share this news to your community