দৈনিক দৃষ্টি প্রতিদিন পত্রিকার ১ম বর্ষপূর্তি পালন

শেরপুর(বগুড়া) প্রতিনিধি : বগুাড়ার শেরপুর পৌর শহরের বাসষ্ট্যান্ড মন্ডল প্লাজার তৃতীয় দৈনিক দৃষ্টি প্রতিদিন পত্রিকার কার্যালয়ে ১৯ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় দৈনিক দৃষ্টি প্রতিদিন পত্রিকার প্রথম বর্ষপূর্তি ও দ্বিতীয়বর্ষে পদার্পন উপলক্ষে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পত্রিকার সম্পাদক এসএম আমিনুল মোমিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকারের সভাপতিত্বে ও সাংবাদিক সম্মানিত কবি ও লেখক নাহিদ হাসান রবিনের সঞ্চালণায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) মো. গাজিউর রহমান, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুন্সি সাইফুল বারি ডাবলু, তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মাদ রায়হান-পিএএ, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম, শেরপুর পৌরসভার সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, দৃষ্টি প্রতিদিন পত্রিকার সহযোগী সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শাহীনুল কবীর বাবু। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, খামারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি এসএম ফেরদৌস, সাংবাদিক ম. রফিক, সবুজ চৌধুরী, রাশেদুল হক, শফিকুল ইসলাম শরীফ, জিয়াউদ্দিন লিটন, বাদশা আলম, আব্দুল ওয়াদুদ, মাহফুজ আহম্মেদ, যোবায়ের আহম্মেদ, বাধন কর্মকার কৃষ্ণ, আবু বকর সিদ্দিক, সৌরভ অধিকারী শুভ, প্রভাষক শফিকুল ইসলাম, শুভ কুন্ডু, শফিকুল ইসলাম বাবলু, আজমির সাম্মি, রেজাউল হক, নজরুল ইসলামসহ উপজেলার
বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা ও সুধি মহল। অনুষ্ঠান শেষে দৃষ্টি প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্পাদ এসএম আমিনুল মোমিনকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান, মুক্তিযোদ্ধার সন্তানেরা, শাহ বন্দেগী মডেল হাই স্কুলের পরিচালক মো. তোফাজ্জল হোসেন, গাড়িদহ পাবলিক স্কুল এ্যান্ড কলেজের পরিচালক শরিফুল ইসলাম, রেজাউল করিম, মাওলানা ইলিয়াস আহম্মেদ, উপজেলা অটোরিক্সা অটোটেম্পু মালিক সমিতির সাধঅরণ সম্পাদক মো. কারিমুল ইসলাম, রাশেদুল হক 

error

Share this news to your community