একদিন পরও উদ্ধার হয়নি লাইনচ্যুত ইঞ্জিন ও বগি

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনার একদিন পরও উদ্ধার হয়নি লাইনচ্যুত ইঞ্জিন ও দুটি বগি। আজও শিডিউল বিপর্যয়। উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের অ্যাসিস্ট্যান্ট মাস্টার মো. রফিকুল ইসলাম। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৬টি বগি লাইনচ্যুত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গেই ট্রেনটির তাপানুকুল ২টি বগিতে আগুন ধরে যায়। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তবে, কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। লাইনম্যানের সবুজ সংকেত পেয়ে ট্রেনটি উল্লাপাড়া থেকে ঈশ্বরদীর উদ্দেশে ছাড়ে কিন্তু স্টেশনের মূল প্ল্যাটফর্ম পার হওয়ার সঙ্গে সঙ্গেই হঠাৎ করে ট্রেনটির ইঞ্জিন উপরের দিকে উঠতে শুরু করে। এতে রংপুর এক্সপ্রেস লাইনচ্যুত হয়। তবে, কোনো বগিই উল্টে যায়নি। এই দুর্ঘটনার কারণে উত্তরাঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সিরাজগঞ্জ পাবনা মহাসড়কও বন্ধ হয়ে যায়। তবে ট্রেনের দুটো বগি সরিয়ে আপাতত সড়ক যোগাযোগ পুনঃস্থাপন করা হলেও একদিন পরও উদ্ধার হয়নি লাইনচ্যুত ইঞ্জিন ও দুটি বগি এ কারনে আজও শিডিউল বিপর্যয় হয়েছে এবং উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে।
error

Share this news to your community