উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প বগুড়ায় পঞ্চম ব্যাচের প্রশিক্ষনের উদ্বোধন

মেহেদী হাসানঃ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) এর আওতায় উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প (ESDP) কর্তৃক পরিচালিত পঞ্চম ব্যাচের প্রশিক্ষণার্থীদের শুভেচ্ছা এবং বিগত প্রশিক্ষণার্থীদের পুনর্মূল্যায়ন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বগুড়া সার্কিট হাউজে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উজ্জ্বল কুমার ঘোষ| এছাড়া উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডিজিএম মোঃ মঞ্জুরুল ইসলাম, কর্মসংস্থান ব্যাংকের এজিএম, মোঃ জাহাঙ্গীর আলম সরকারি আজিজুল হক কলেজ মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শামসুল আলম।বগুড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডিএ বগুড়া এর সমন্বয়ক মোঃ বেলাল হোসেন। অনুষ্ঠানে বক্তারা কিভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায় সে বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও বিভিন্ন উদ্যোক্তারা তাদের নিজেদের মতামত ও সমস্যাগুলো তুলে ধরেন উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে বক্তারা কথা বলেন এবং তারা আশ্বস্ত করেন বাংলাদেশ সরকার কর্তৃক এই উদ্যোগ সফল করতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন। উল্লেখ্য যে সরকারের দুই বছর মেয়াদি প্রকল্পে সারাদেশব্যাপী ২৪ হাজার উদ্যোক্তা কে প্রশিক্ষণ ও বিভিন্নভাবে সহযোগিতা করা হবে। যাতে করে শিক্ষিত বেকারত্বের হার কমে আসে এবং তারা দেশ ও জাতির জন্য সমৃদ্ধি বয়ে আনতে পারে।

error

Share this news to your community