ঈদ উপহার দিলেন ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি

বগুড়া নিউজলাইভ ডটকম, শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শতাধিক কর্মহীন অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকট কর্মহীন অসহায় পরিবারের পাশে সহযোতার জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় মঙ্গলবার দুপুর ১টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর উপস্থিত থেকে এ বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে কিচক ইউনিয়নের বেলতলি ঈদগাহ মাঠে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত দুস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সভাপতি ডাঃ এজেডএম মাইদুল ইসলাম এ প্রতিবেদক-কে বলেন, এই দুঃসময়ে কর্মহীন অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমিতির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর এ প্রতিবেদক-কে বলেন, উপজেলা কল্যাণে কাজ করছে ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি যা সত্যি প্রশংসার দাবি রাখে। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক মিঠুন মিয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী বেঞ্চ অফিসার আবুল কাশেম, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, শিবগঞ্জ ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও কিচক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী, অত্র সমিতির প্রচার সম্পাদক আব্দুল আলিম, সমিতির নির্বাহী সদস্য আবু রায়হান, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক আবুল কালাম আজাদ, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ডাঃ এম এ এইচ শামীম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরিষদের সমন্বয় সাবিহা আলম মুন্নী, আরিফ বিল্লাহ, শেখ জামাল স্কুলের শিক্ষক মঞ্জুর রশিদ চৌধুরী, শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ মিলন, স্বাস্থ্য কর্মকর্তা নজিবুল্লাহ প্রমুখ।

error

Share this news to your community