আমাদের শিক্ষার মূল লক্ষ্য হবে অজস্র আলোকিত মানুষ তৈরি করা-সুদীপ কুমার চক্রবর্তী

স্টাফ রিপোর্টার, বগুড়া নিউজলাইভ ডটকমঃ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ এর সভাপতি ও বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম বলেন আজকের শিশুরাই আগামী দিনের সুনাগরিক। আমাদের কোমলমতি শিক্ষার্থীরাই মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের ভিত্তিতে অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ ও ডিজিটাল বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে। আমাদের শিক্ষার মূল লক্ষ্য হবে অজস্র আলোকিত মানুষ তৈরি করা, যারা হবে সমাজের পথপ্রদর্শক। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে জনাব সুদীপ কুমার চক্রবর্তী উপরিউক্ত কথা বলেন। আজ ১২ ডিসেম্বর রবিবার দুপুর দুইটায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোঃ শাহাদাৎ আলম ঝুনুর সভাপতিত্বে ফলাফল প্রদান অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব আব্দুর রশিদ, ইয়াসমিন সুলতানা, রাহাতারা বেগম, মইনুল ইসলাম, রবিউল করিম, শামীমা সুলতানা, জীবনন্নেছা, ইবনুল হোসাইন, আতাউল গনি ওসমানী প্রমূখ। উক্ত অনুষ্ঠানে ফলাফল ঘোষণা ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সুদীপ কুমার চক্রবর্তী।

error

Share this news to your community