আজ কাহালু হানাদার মুক্ত দিবস

কাহালু (বগুড়া) প্রতিনিধি, বগুড়া নিউজলাইভ ডটকমঃ আজ সোমবার বগুড়ার কাহালু উপজেলা হানাদার মুক্ত দিবস। দীর্ঘ নয় মাস পাকবাহিনী ও দেশীয় রাজাকারদের সাথে লড়াই-সংগ্রাম করে ১৯৭১ সালের এই দিনে বীরমুক্তিযোদ্ধারা কাহালুকে হানাদার মুক্ত করেন। বীরমুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর সকাল ১০ টায় কাহালু চারমাথা এলাকায় মেজর জাকিরসহ পাকবাহিনীর সদস্যরা অস্ত্রসহ মুজিব বাহিনীর কমান্ডার অধ্যক্ষ হোসেন আলীর কাছে আতœসমর্পণ করে। ওইদিনই এখানে মুজিব বাহিনীর কমান্ডারের নেতৃত্বে স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজিবর রহমান জানান, দীর্ঘ নয় মাস মহান মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে পাকবাহিনী ও এদেশীয় রাজাকারেরা এখানে ৫৩৩ জন বাঙ্গালীকে হত্যা করে এবং ৫৫৩ বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে। এখানে ওই সময় তিনজন বীরমুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। সুত্রমতে বর্তমানে তিনজন শহীদসহ এখানে গেজেট ভুক্ত বীরমুক্তিযোদ্ধার সংখ্যা ৭২ জন। এদের মধ্যে মারা গেছেন ৩৬ জন বীরমুক্তিযোদ্ধা। বর্তমানে এখানে জীবিত রয়েছেন ৩৬ জন বীরমুক্তিযোদ্ধা। আজ হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও কাহালু থিয়েটার বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।

error

Share this news to your community