আদমদীঘির ছতিয়ানগ্রামে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির ছতিয়ানগ্রামে আশার আলো বহুমুখী যুব উন্নয়ন সংস্থার আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় নিমাইদীঘি গ্রামে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংস্থার নির্বাহী পরিচালক আজিম উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন ছতিয়ানগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক আবু। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন, নওগাঁ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদ জামান, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা অজিজার রহমান, আশার আলো উন্নয়ন সংস্থার সভাপতি আশরাফুল ইসলাম ,মোস্তাফিজুর রহমান রতন,আব্দুর রাজ্জাক, আলাউদ্দীন, আব্দুল হাই লুলু, মুকুল,মামুনুর রশিদ,আবু হেনা মোস্তফা কামাল,শরিফুল ইসলাম,রামপদ প্রমূখ। আলোচনা শেষে আদমদীঘি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এএইচএম এনামুল হক খেলার উদ্বোধন করেন। এতে ১৬টি দল অংশ গ্রহন করে। উদ্বোধনী খেলায় আব্দুল্লাহপুর হারিয়েছে বড়আখিড়াকে।

error

Share this news to your community