আদমদীঘিতে ককটেল-গ্রেনেড নিয়ে খেলায় মাতল শিশুরা

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘির রামপুরা গ্রামের একটি পুকুর পাড়ে মাটি খুঁড়ে ছয়টি ককটেল ও তিনটি গ্রেনেড পেয়েছে শিশুরা। খবর পেয়ে শনিবার রাতে ককটেল-গ্রেনেডগুলো উদ্ধার করেছে পুলিশ।

রামপুরা গ্রামের ইনছের আলী জানান, শনিবার বিকেলে পাঁচ থেকে ছয় শিশু পুকুর পাড়ে খেলা করছিল। সন্ধ্যায় ইউসুফ নামের এক শিশু ধান কাটার কাঁচি দিয়ে পুকুর পাড়ে মাটি খোঁড়ার সময় ককটেল ও গ্রেনেড পায়।

একে একে ৯টি বোমা সেখান থেকে বের হয়। পরে খেলনা হিসেবে বোমাগুলো ব্যবহার করতে থাকে তারা। এরপর গ্রামবাসী বোমাগুলো দেখতে পেয়ে একটি বালতির পানিতে ডুবিয়ে রাখেন।

পরে থানায় খবর দিলে রাত সাড়ে ৮টায় পুলিশ বোমাগুলো উদ্ধার করে।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, খবর পেয়ে বোমাগুলো উদ্ধার করা হয়েছে। তবে বোমাগুলো পরিত্যক্ত বলে মনে হচ্ছে।

error

Share this news to your community