অন্ধকার থেকে আলোর পথে আসা আত্মসমপণকারী বগুড়ার ১৫ চরমপন্থীকে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান

বগুড়া নিউজলাইভ ডটকমঃ অন্ধাকার পথ থেকে আলোর পথে ফিরে আসা আত্মসমর্পণকারী চরমপন্থীদের প্রধানমন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। রবিবার বেলা সাড়ে ১২টায় বগুড়া পুলিশ লাইন অডিটোরিয়ামে পুলিশ সুপার আলী আশরাফ ভ‚ঞার সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনু, জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মোঃ জহির উদ্দিন, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, ওসি সদর থানা এসএম বদিউজ্জামান।
২০১৯ সালে পাবনার আমিন উদ্দিন স্টেডিয়ামে সরকারের আহবানে সাড়া দিয়ে যে সকল চরমপন্থী স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন তাদের মধ্যে আত্মসমর্পনকারী বগুড়ার ১৫জন চরমপন্থীকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়।
অনুষ্ঠানে আর্থিক সহায়তা পাওয়া চরমপন্থীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এসময় পুলিশ সুপার আত্মসর্মপনকারী চরমপন্থীদের দেশের উন্নয়নে অবদান রাখার আহবান জানান।

error

Share this news to your community