সান্তাহার ও আদমদীঘিতে বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃত্বে ত্যাগী নেতারা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ সম্প্রতি বগুড়া জেলায় উপজেলা ও পৌর মিলে ২৪ টি
বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন করেছে দলটি। গত ৩ সেপ্টেম্বর বগুড়া জেলা
বিএনপি কর্তৃক অনুমোদন দেয়া সান্তাহার পৌর ও আদমদীঘি উপজেলা বিএনপির
আহবায়ক কমিটিতে নেতৃত্ব স্থানে এসেছে ত্যাগী,পরিক্ষিত ও ক্লিন ইমেজের
নেতারা। যারা দলে দীর্ঘদিন ধরে ও দুঃসময়ে নেতৃত্ব দিয়ে আসছেন এমন নেতাদের রাখা
হয়েছে দুই কমিটিতে। বিতর্কিত নেতাদের এবার আহবায়ক কমিটির নেতৃত্বস্থানে
না আনায় স্বস্তি ফিরে পেয়েছে তৃনমূলের কর্মীরাও।
সম্প্রতি বিএনপির দেয়া প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানাযায়, পশ্চিম বগুড়ার আদমদীঘি
উপজেলা বিএনপির আহবায়ক কমিটিতে আনোয়ার ইসলাম তালুকদার রতনকে আহবায়ক ও
মাসুদ আহম্মেদকে যুগ্মআহবায়ক এবং সান্তাহার পৌর বিএনপির কমিটিতে মজিবর
রহমানকে আহবায়ক ও শেখ রফিকুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে ২ টি কমিটির
ঘোষনা দেয়া হয়। এরপর থেকে পূর্ণঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে দুই কমিটির নেতারা দলীয়
নানা কর্যক্রম চালিয়ে যাচ্ছেন। যাতে পূর্ণঙ্গ কমিটিতে বিতর্কিতরা ঠাঁই না পায়।
আদমদীঘি উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আবু হাসান জানান,
বগুড়া বিএনপির ঘাটি। তাই আদমদীঘিতে আহবায়ক কমিটির মাধ্যমে দূর্দিনের
পরিক্ষিত নেতা কর্মীদের নিয়ে আন্দোলন যোগ্য একটি কমিটি গঠন করা হবে বলে
প্রত্যাশা করি।
সান্তাহার পৌর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক শেখ রফিকুল ইসলাম
বলেন, গত ৩০ বছররের মধ্যে এই রকম গ্রহনযোগ্য আহবায়ক কমিটি গঠন হয় নি।
ত্যাগী নেতাকর্মীরা আহবায়ক কমিটিতে সম্পৃক্ত হতে পেরে অত্যন্ত খুশি হয়েছে। এবার
বিএনপির পূর্ণঙ্গ কমিটিতেও ত্যাগীদের জায়গা হবে বলে স্বস্তি খুজে পেয়েছে
তৃনমূল।#
error

Share this news to your community