আদমদীঘির সান্তাহার ইউপি নির্বাচনে জমজমাট প্রচারণা- চার পুরুষের বিপরিতে লড়ছেন এক নারী প্রার্থী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি, বগুড়া নিউজলাইভ ডটকমঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউপিতে পঞ্চম ধাপে ৫ জানুয়ারী ভোট। এখানে পুরুষ প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে প্রচার চালাচ্ছেন আওয়ামীলীগ মনোনীত একমাত্র নারী প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তি। ভোটের লড়াইয়ে চারজন পুরুষ। তাঁদের বিপরীতে একজন মাত্র নারী। উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে তাই আগ্রহ কিছুটা বেশিই। পাঁচজন প্রার্থীর পদচারণায় জমে উঠেছে প্রচার-প্রচারণা।
উপজেলার ৬ ইউপির মধ্যে সান্তাহার ইউপিতে চেয়ারম্যান পদে একমাত্র নারী প্রার্থী হলেন নাহিদ সুলতানা তৃপ্তি। তিনি আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী। অন্য চার প্রার্থী হলেন সান্তাহার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি (বহিষ্কৃত) রবিউল ইসলাম রবি, বিএনপির মোজাহার হোসেন পিন্টু, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস সালাম ও জাতীয় পার্টির প্রার্থী মুক্তার হোসেন মল্লিক।
এখানে মোট ভোটার ২১ হাজার ৫৯৫ জন। নারী (১০ হাজার ৭৪৮ জন) ও পুরুষ (১০ হাজার ৮৪৭ জন) ভোটার সংখ্যা প্রায় সমান। তাই ইউনিয়নের নারী ভোটাররা মুখ তুলে তাকালে ‘নিজের নিশ্চিত বিজয় দেখছেন নাহিদ সুলতানা তৃপ্তি’। বিষয়টি মাথায় রেখেই নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। দলীয় ভোটব্যাংকের পাশাপাশি নারী ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বৃহস্পতিবার নাহিদ সুলতানাকে ইউনিয়নের সান্দিড়া, কাশিমিল্লা ও প্রসাদখালি এলাকায় গণসংযোগ করতে দেখা গেল। সেই সাথে চারজন পুরুষ পদপ্রার্থীও এখন প্রতিনিয়ত ভোটারদের মুখোমুখি হচ্ছেন।
প্রার্থী ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, এ ইউপিতে নারী-পুরুষ নির্বিশেষে সব প্রার্থীর মধ্যে রয়েছে হৃদ্যতাপূর্ণ পরিবেশ। কেউ কারও বিরুদ্ধে অপ্রীতিকর মন্তব্য বা কটূক্তি করছেন না।
ইউনিয়নের দমদমা গ্রামের ভোটার কৃষক আশরাফ আলী বলেন, ‘এবার বলা যাচ্ছে না কে জিতবে। তবে এলাকার উন্নয়নের জন্য যিনি কাজ করবেন আমরা তাকেই ভোট দিবো।’
নারীদের উন্নয়নে কাজ করার ইচ্ছা ব্যক্ত করে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তি বলেন, ‘নারীরা এগিয়ে যাচ্ছে। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীরা অবদান রাখছে। গ্রামপর্যায়ে নারীদের উন্নয়নে কাজ করার ইচ্ছে আছে। নারী হিসেবে নারীদের ব্যাপক সাড়াও পাচ্ছি। নির্বাচিত হলে বিনা পয়সায় বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন, প্রতিবন্ধীসহ বিভিন্ন ধরনের ভাতার কার্ড প্রদান করা হবে।’
বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী মোজাহার হোসেন পিন্টু বলেন, ‘বিগত দিনে একবার চেয়ারম্যান ছিলাম, এলাকায় বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করেছি। এবারও নির্বাচিত হলে নারী-পুরুষের সমতা নিয়ে গ্রামে গ্রামে সমাজসেবামূলক নানা কাজ করার অঙ্গীকার করছি।’ যুবলীগের বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম রবি বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আন্দোলনে যুবকদের নিয়ে কাজ করার ইচ্ছা তাঁর। সেই সাথে তিনি নির্বাচিত হলে রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন ঘটানোর আশ্বাস দেন।

error

Share this news to your community