নওগাঁয় সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে প্রকল্পের পরিচিতি সভা

নওগাঁ প্রতিনিধি, বগুড়া নিউজলাইভ ডটকমঃ নওগাঁয় ব্রাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে রাইট হিয়ার রাইট নাউ ২ (আরএইচআরএন২) প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে টিটিসি হল রুমে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ। সভায় ব্রাকের জেলা সমন্বক স্বপন কুমার মিস্ত্রিও সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: এবিএম আবু হানিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিহাব রায়হান, জেলা শিক্ষা অফিসার লুতফর রহমান, জেলা সমাজসেবা উন্নয়নের উপ-পরিচালক নুর মোহাম্মদ, জেলা যুব উন্নয়নের অধিদপ্তরের উপ-পরিচালক জাবেদ ইকবাল, রানীর প্রধান নির্বাহী ফজলুর হক খানসহ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক, সাংবাদিক , ধর্মীয় নেতা, অভিভাবক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও কিশোর-কিশোরীরা। সভায় জানানো হয় ব্র্যাক ২০২৫ সাল পর্যন্ত রাইট হিয়ার রাইট নাউ ২ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে কিশোর-কিশোরী ও যুব সমাজকে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

error

Share this news to your community