বগুড়া সেনানিবাসে শাহ সিমেন্ট-একেএস বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্ট এর সমাপনী

স্টাফ রিপোর্টার, বগুড়া নিউজলাইভ ডটকমঃ শুক্রবার বগুড়া গলফ ক্লাব এর সার্বিক তত্ত্বাবধানে শাহ সিমেন্ট একেএস বিজয় দিবস কাপ গল্ফ টুর্নামেন্ট-২০২১ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্ট উপলক্ষে সন্ধায় বগুড়া সেনানিবাসে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া, মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি মহান স্বাধীনতা দিবসের সুবণর্ জয়ন্তীতে টুর্নামেন্টটি আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এসময় প্রধান অতিথি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন বাংলাদেশের স্বাধীনতার রূপকার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।বছরজুড়ে বগুড়া গলফ ক্লাবটি বিভিন্ন গলফ টুর্নামেন্টের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। প্রতিযোগিতাটি গত ১৫ ডিসেম্বর হতে শুরু হয়ে ১৭ ডিসেম্বর ২০২১ তারিখে শেষ হয়। এই প্রতিযোগিতায় বগুড়া অঞ্চলসহ বিভিন্ন স্থান হতে আনুমানিক ১৩০ জন গলফার অংশগ্রহণ করেন। সবার মাঝে গলফ খেলাটিকে আরও জনপ্রিয় করার উদ্দেশ্যে বগুড়া গলফ ক্লাবের বিভিন্ন প্রয়াস চলমান রয়েছে।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া, মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি। উক্ত অনুষ্ঠানে বগুড়া সেনানিবাসের উদ্বৃর্তন সামরিক কর্মকর্তাগণ ছাড়াও ক্লাবের অসামরিক সদস্যবৃন্দ এবং টুর্নামেন্টের স্পন্সর একেএস গ্রুপের উদ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

error

Share this news to your community