৪০ জেলার দুই শতাধিক কবি-সাহিত্যিক নিয়ে বগুড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কবি সম্মেলন ও বইমেলা

ষ্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের ঐতিহ্যবাহি সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
বগুড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপি কবি সম্মেলন। কবি সম্মেলনে এবছর ৪০ জেলা থেকে
দুইশতাধিক কবি সাহিত্যিক অংশগ্রহণ করেছেন। ‘সংস্কৃতি জনগণের সম্পদ’ এই
সেøাগানকে দীর্ঘ ৩১ বছর ধারণ করে আসছে বগুড়া লেখক চক্র। প্রথমদিন শুক্রবার সকাল সাড়ে
১০টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে তিন দিনব্যাপি কবি সম্মেলনের উদ্বোধন করেন, সমবায়
অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব, বগুড়া লেখক চক্র পুরস্কার প্রাপ্ত কবি আমিনুল ইসলাম।
বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি মুহম্মদ শহীদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায়
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, ডেপুটি
পোস্ট মাষ্টার জেনারেল আনোয়ার মল্লিক, কবি ও সম্পাদক মাহমুদ কামাল, বিভাগীয় সমবায়
কর্মকর্তা গোলাম সরওয়ার, উদ্বোধক এর সহধর্মিণি রুখসানা পারভীন লীনা। বাচিকশিল্পী
অলোক পালের সঞ্চালনায় উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শিশু সংগঠক
এ্যাড. পলাশ খন্দকার। কবি সম্মেলন উপলক্ষে জেলা পরিষদ চত্ত্বরে ছিলো বাংলা একাডেমি, নৈঋতা
ক্যাফে, বগুড়া লেখক বইমেলা এবং পিঠাঘরে ছিলো শীতকালীন পিঠার আয়োজন। চক্রউদ্বোধনী
পর্বে সংগঠনের মুখপত্র ‘ঈক্ষণ’ এর মোড়ক উন্মোচন করা হয়। উদ্বোধক ও প্রধান অতিথি
কবি আমিনুল ইসলামকে সংগঠনের পক্ষ থেকে সভাপতি ইসলাম রফিক ও সামারণ সম্পাদক
কামরুন নাহার কুহেলী শুভেচ্ছা স্মারক প্রদান করেন। উদ্বোধক ফিতা কেটে তিন দিনব্যাপি
কবি সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন। ১ম দিনে কথা ও কবিতার দুটি পর্বে সভাপতিত্ব করেন
কবি শোয়েব শাহরিয়ার ও কবি খৈয়াম কাদের। কবি কামরুল বাহার আরিফের সঞ্চালনায় কথা ও
কবিতা পর্বে অংশগ্রহণ করেন জাফর সাদেক, নাজমুল হেলাল, জলিল আহমেদ, সরকার মাসুদ,
বদরুল হায়দার।
বগুড়া লেখক চক্র পুরস্কারপ্রাপ্ত কবিদের কথা ও কবিতাপাঠ পর্বে সভাপতিত্ব করেন কবি মুহম্মদ
শহীদুল্লাহ। কবি শিবলী মোকতাদিরের সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন গোলাম কিবরিয়া
পিনু, সুজন হাজারী, মাহমুদ কামাল, আমিনুল ইসলাম, খৈয়াম কাদের, জাকির জাফরান ও
রাহেল রাজিব।
শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বাচিপের সভাপতি ডাঃ সামির হোসেন মিশু, জেলা কালচারাল অফিসার
মোঃ শাহাদৎ হোসেন, বিআইআইটি অধ্যক্ষ সাহাবুদ্দীন সৈকত, বগুড়া টেলিভিশন
রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মেহেরুল সুজন। চ্যানেল ২৪ বগুড়া জেলা
প্রতিনিধি ফরহাদুজ্জামান শাহীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য পর্বে সভাপতিত্ব করেন দৈনিক
করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর। আবৃত্তি করেন সাদেকুর রহমান সুজন,
শরীফ মজুমদার, সুনীল শৈশব, কুমশ ভৌমিক, শ্রাবণী সুলতানা ও রাকিব জুয়েল। বাচিকশিল্পী
মজিদা বীথির সঞ্চালনায় আবৃত্তি পর্বে সভাপতিত্ব করেন শোয়েব শাহরিয়ার। এরপর কথা ও
কবিতা পাঠ পর্বে সভাপতিত্ব করেন কবি খৈয়াম কাদের। শাহানূর শাহিন এর সঞ্চালনায় কবিতা
পাঠ করেন সালাম তাসির, আউয়াল আনোয়ার, পান্না করিম, মাসুদ মোস্তাফিজ, তৌফিক
জহুর ও নাহিদ হাসান রবীন। বাংলা ছোটগল্পের বাঁকবদলঃ সাতচল্লিশ থেকে ষাট পর্বে
সভাপতিত্ত্ব করেন কথাসাহিত্যিক সাজাহান সাকিদার। প্রবন্ধকার এমরান কবির।
কথাসাহিত্যিক রাজা সহিদুল আসলামের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন আবদুল্লাহ
ইকবাল, মোখলেছ মুকুল, হোসনে আরা মণি ও আনিফ রুবেদ। পরে কবিদের অংশগ্রহণে গানের
অনুষ্ঠান পরিবেশিত হয়।৪০ জেলার দুই শতাধিক কবি-সাহিত্যিক নিয়ে বগুড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কবি সম্মেলন ও বইমেলা
কবি সম্মেলনের ২য় দিনে থাকছে বাংলাদেশের লিটল ম্যাগাজিন আন্দোলনঃ সংকট ও সম্ভাবনা
শীর্ষক আলোচনা, তরুণ কবিদের চোখে বাংলা কবিতার ভবিষ্যৎ, শুভেচ্ছা বক্তব্য, কথা ও কবিতা,
কণ্ঠসাধন আবৃত্তি সংসদের আবৃত্তি এবং বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান এবং ৩য় দিনে
বেহুলার বাসর ঘর ও মহাস্থান গড়ে কবিতাভ্রমণ।

error

Share this news to your community