১৫ দফা দাবিতে আগামী ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগে পেট্রোল পাম্প ও ট্যাংকলরী ধর্মঘটের ঘোষণা

বগুড়া প্রতিনিধিঃ
জ্বালানী তেল বিক্রির কমিশন ও ট্যাংকলরীর ভাড়া বৃদ্ধি সহ ১৫ দফা দাবিতে
পেট্রোলপাম্প ও ট্যাংকলরী মালিক শ্রমিক ঐক্য পরিষদ আগামী ১ ডিসেম্বর থেকে
রাজশাহী বিভাগে ধর্মঘটেরে ঘোষণা দিয়েছে। খুলনা ও রংপুর বিভাগেও এই
ধর্মঘট একই সময় থেকে শুরু হবে বলে পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন ও
ট্যাংকলরী মালিক শ্রমিক নেতৃবৃন্দ জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে বগুড়া
প্রেসক্লাবে সংগঠনের রাজশাহী বিভাগীয় কমিটির পক্ষ থেকে এক সংবাদ
সন্মেলনে এই ঘোষণা দিয়ে বলা হয় ৩০ নবেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না করা হলে
১ ডিসেম্বর থেকে তারা অনির্দিষ্ট কােেলর কর্মবিরতিতে যাবেন। এসময়
পেট্রোল পাম্প ওনার্স এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ
মিজানুর রহমান রতন সহ কেন্দ্রীয় ও বিভাগীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন।
পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের মহাসচিব জানান, তাদের ১৫ দফা দাবির
বিষয়ে ইতোপুর্বে জ্বালানী মন্ত্রনালয় ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সহ
সংশ্লিস্ট কর্তৃপক্ষকে জানান হয়েছে। বিষয়টি নিয়ে বার বার আলোচনা হলেও
কোন সমাধান হয়নি। কোন আশ্বাসও পাওয়া যায়নি। শুধু কালক্ষেপন হয়েছে। তাই
তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে যাচ্ছেন। ১ ডিসেম্বর থেকে তারা জ্বালানী তেল
উত্তোলন, বিপনন ও পরিবহন বন্ধ রাখবেন। রংপুর ও খুলনা বিভাগের পেট্রোল পাম্প ও
ট্যাংকলরি মালিক শ্রমিকরা একই ভাবে কর্মবিরতি পালন করবেন বলে উল্লেখ করে
তিনি পেট্রোল পাম্প ও ট্যাকলরী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ১৫ দফা দাবি তুলে
ধরেন। এসময় পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের রাজশাহী বিভাগীয়
কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য এমএ মোমিন দুলাল,
বিভাগীয় কমিটির এবিএম সিদ্দিক, খোরশেদ আলম লিটন,উত্তরবঙ্গ ট্যাংকলরী
শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আজিজুর রহমান ও সাংগাঠনিক সম্পাদক
আজমত উল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

error

Share this news to your community