সারিয়াকান্দিতে স্কুল শিক্ষকের বসতবাড়ীতে অগ্নিকান্ডে পাঁচ লাখ টাকার ক্ষতি

সারিযাকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে এক স্কুল শিক্ষকের বসতবাড়ীতে অগ্নিকান্ডের ঘটনায় শয়ন ঘর,নগদ টাকা ও সোনার গহনা আগুনে পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে । গত সোমবার সকাল ৭টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী ভিটাপাড়া গ্রামে স্কুল শিক্ষক সাজেদুল করিম রুবেলের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে । ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন জানিয়েছেন, শয়ন ঘরের একটি কক্ষে আগুন লেগে নগদ দুই লাখ পঁচিশ হাজার টাকা, চার ভরি সোনার গহনা এবং ঘরসহ ঘরের আসবাবপত্র আগুনে পুড়ে তাদের প্রায় ৫লাখ টাকা ক্ষতি হয়েছে । এব্যাপারে স্থানীয় ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আল আমিন জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে । প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিটের কারনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারওয়ার আলম সোমবার সকাল ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ দশ হাজার টাকা ও পাঁচটি কম্বল প্রদান করেন । উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার বিকেলে ঘটনা স্থল পরিদর্শন করেন । ক্ষতিগ্রস্থ সাজেদুল করিম রুবেল রামচন্দ্রপুর স্কুল এন্ড কলেজের শিক্ষক এবং ভিটাপাড়া গ্রামের ছেলে ।

error

Share this news to your community