সারিয়াকান্দিতে মাদক বিরোধী কনসার্ট

আব্দুল লতিফ সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরাম ও আন্দরবাড়ী টিনেজার স্পোটিং ক্লাবের আয়োজনে শুক্রবার রাতে আন্দরবাড়ীতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ আল আমিন। ৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি গোলাম মোস্তাফার সভাপতিত্বে এবং টিনেজার স্পোটিং ক্লাবের সদস্য শিবলী সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সারিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আকতারুজ্জামান, এ্যাডভোকেট জাকিউল আলম সোহেল, সমাজসেবক বদিউল আলম বিপু প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ওসি আল আমিন বলেন, অশ্লীল নৃত্য, জুয়া ও মাদক বিভিন্ন অপরাধের জন্ম দেয়। অশ্লিল নৃত্য দেখে তরুন ও যুব সমাজ ইভটিজিং, ধর্ষনসহ নানা অপকর্মে উৎসাহিত হয়। জুয়া খেলে অনেক পরিবার সর্বশান্ত হয়। ফলে ওই এলাকায় চুরির প্রবনতা বৃদ্দি পায়। কোন পরিবারে একজন মাদকসেবী থাকলেই সে পরিবার ধ্বংস হয়ে যায়। কোন অবস্থাতেই এসব সমাজবিরোধী কর্মকান্ড চলতে দেয়া হবেনা। আমি এখানে যোগদানের পর থেকে এ বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে কাজ করছি। স্থানীয় এমপি আব্দুল মান্নান এবং পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা নির্দেশে অশ্লীল নৃত্য, জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করা হয়। কয়েকদিন আগে কুচক্রী মহল যমুনার দুর্গম চর ধারাবর্ষা ও পাকুরিয়া বন্ধুর বাজার এলাকায় পুলিশের নজর এড়িয়ে গভীর রাতে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বসানোর চেষ্টা চালায়। বিষয়টি গোপন সুত্রে জানতে পেরে পুলিশি অভিযান পরিচালনা করে যাত্রা প্যান্ডেল, মঞ্চ ও অন্যান্য সামগ্রী গুড়িয়ে দেয়া হয়েছে। ঘটনার সাথে জড়িত অপরাধীরা ও নৃত্য শিল্পীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। বর্তমান শীতকালে সারিয়াকান্দি থানা এলাকার কোথাও অশ্লীল নৃত্য ও জুয়ার আসর নেই। মাদকের সাথে জড়িতরা গা ঢাকা দিয়েছে। তথাপি গোপনে কোথাও এ ধরনের কর্মকান্ড করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ওসি আল আমিনের এ বক্তব্যর সতত্য যাচাইয়ে শনিবার যমুনার দুর্গম চর ধারাবর্ষার তাহেরুল ইসলাম মহুরী, শোনপঁচা চরের সমাজ সেবক খায়রুল মন্ডল, পাকেরদহ চরের রফিক শেখ, পাকুরিয়া চরের বিমান, জামথল চরের শিক্ষক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন চরের লোকজনের সাথে মোবাইল ফোনে কথা বলে জানা যায় শীত আসলেই যমুনার বিভিন্ন চরে যাত্রার নামে অশ্লিল নৃত্য প্রদর্শন ও জমজমাট জুয়ার আসর বসেছে। অশ্লীন নৃত্য দেখতে এবং জুয়া খেলতে তরুন ও যুব সমাজ ঝুকে পড়েছে। তবে অসামাজিক এসব অনুষ্ঠানে লাজ লজ্জায় কোন মহিলা দর্শক যায় না। কয়েকদিন আগে যমুনার চরে ২টি যাত্রা প্যান্ডেল গুড়িয়ে দিয়েছে পুলিশ। ফলে যমুনার চরে অশ্লীল নৃত্য ও জুয়া বন্ধ হওয়ায় চরের লোকজন শান্তিতে আছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকায় মাদক কারবারী ও মাদকসেবীরা গ্রেফতার আতংকে রয়েছে। সমাজবিরোধী এসব কর্মকান্ডের বিরুদ্ধে পুলিশের কঠোর ভূমিকার প্রশংসা করে অভিযান অব্যাহত রাখার আহব্বান জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরে আনতে উপজেলা পর্যায়ে সরকারী ভাবে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র গড়ে তোলার প্রয়োজন বলে মনে করেন অনেকেই।

error

Share this news to your community