সারিয়াকান্দিতে গম, বোরো ধান, চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে অভ্যন্তরীণ গম, বোরো ধান, চাল সংগ্রহ অভিযান-২০২০ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় সারিয়াকান্দি খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে গম, বোরো ধান, চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ মুনজিল আলী সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহনসাহা হোসেন, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আবু এরশাদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মমতাজুর রহমান ,যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম,উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহান সাগর প্রমুখ। উপজেলা খাদ্য অফিস সুত্রে জানা গেছে, উপজেলায় সরকারী ভাবে ২৮ টাকা কেজি দরে ২শ ১৬ মেঃটঃ গম, ২৬ টাকা কেজি দরে ১৯শ ২০ মেঃটঃ ধান এবং ৩৬ টাকা কেজি দরে ২৩শ ৩৯ মেঃটঃ চাল সংগ্রহের লক্ষ মাত্রা পাওয়া গেছে।

error

Share this news to your community