সারিয়াকান্দিতে উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটির উদ্যোগে প্রতিবন্ধি ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

বগুড়া নিউজলাইভ ডটকম, সারিয়াকান্দি প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দিতে দাতা সংস্থা ইউকেএআইডির অর্থায়নে এবং উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইাটর রাইস প্রকল্পের আওতায় প্রতিবন্ধি ও দুস্থ ৮৬৪ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ১শ ১০ জন পরিবারের মাঝে প্রতিপরিবাকে ১হাজার টাকা করে প্রধান অতিথি হিসেবে উক্ত অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া। এসময় উপস্থিথ ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইাটর প্রকল্প সমন্বয়কারী দেলোয়ার হোসেন.প্রোগ্রাম অফিসার গোলাম কিবরিয়া, আনন্দ কুমার দাস এবং কারিগরী সহযোগী সংস্থার সদস্য বৃন্দ। উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইাটর প্রকল্প সমন্বয়কারী দেলোয়ার হোসেন জানিয়েছেন এছাড়াও একইদিন প্রতিবন্ধি পরিবারের মাছে ৩লাখ ৮০ হাজার টাকা এবং কুতুবপুর ইউনিয়নের ২৫৮টি পরিবার,চন্দনবাইশ ইউনিয়নের ৩১৬টি পবিবার এবং কামালপুর ইউনিয়নের ১৮০টি পরিবারকে ৯হাজার ৩শ টাকা করে বিতরণ করা হয়েছে।

error

Share this news to your community