সান্তাহার কারিগরি কলেজে মাদক বিরোধী আলোচনা সভা ও শপথ পাঠ অনুষ্ঠান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ স্লোগানকে সামনে রেখে বগুড়ার আদমদীঘির সান্তাহার টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট (কারিগরি) কলেজে মাদক বিরোধী আলোচনা সভা ও শপথ পাঠ অনুষ্ঠানের আয়োজন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেল। বুধবার বেলা ১১টায় কলেজের হলরুমে অধ্যক্ষ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের পরিদর্শক সামসুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ, সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক ওয়াজুল ইসলাম, তাইজুল ইসলাম ও সান্তাহার পৌর শ্রমিকলীগের সাধারন সম্পাদক মুক্তারুজ্জামান মুক্তা প্রমুখ। আলোচনা সভা শেষে মাদককে রুখতে শপথ বাক্য পাঠ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

error

Share this news to your community