সংসদে যোগ দিয়ে গণতন্ত্র হত্যা দিবস পালন বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ – বগুড়ায় মজিবর রহমান মজনু

স্টাফ রিপোর্টারঃ
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, বিএনপি একদিকে গণতন্ত্র হত্যা দিবস পালন করছে আবার সংসদে প্রতিনিধিত্ব করছে, যা তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। বিএনপি একটি দেউলিয়া সংগঠন। যারা একেক সময় একেক কথা বলে। তাদের কথা এবং কাজের মধ্যে কোনো মিল নেই। তারা বলেছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন অবৈধ। অথচ তারা অল্প কিছুদিন পরেই সংসদে যোগ দিয়েছিল। তারা চায় যেকোনো মূল্যে ক্ষমতা। যা তাদের অতীত ঐতিহ্য। বিএনপিকে এ অপরাজনীতি থেকে সরে আসতে হবে। নইলে ভবিষ্যতে তাদের কোনো অস্তিত্বই থাকবে না।
সোমবার বেলা ১১টায় টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে মিছিল পরবর্তী আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। সভায় আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা আওয়ামী লীগ নেতা সাগর কুমার রায়, আসাদুর রহমান দুলু, প্রদীপ কুমার রায়, মুনসুর রহমান মুন্নু, এড. জাকির হোসেন নবাব, এড. শফিকুল আলম আক্কাস, এস এম রুহুল মোমিন তারিক, এস এম শাজাহান, মাশরাফী হিরো, আল রাজী জুয়েল, আবু সুফিয়ান সফিক, মাফুজুল ইসলাম রাজ, ওবায়দুল হাসান ববি, সামছুদ্দিন শেখ হেলাল, সাজেদুর রহমান সাহিন, আমিনুল ইসলাম ডাবলু, মঞ্জুরুল হক মঞ্জু, নাইমুর রাজ্জাক তিতাস প্রমুখ।

error

Share this news to your community