শেরপুরে দপ্তরীর বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

লজ্জায় বার্ষিক পরীক্ষা দেয়নি 

শেরপুর (বগুড়া) সংবাদদাতা:
বগুড়ার শেরপুরের চকপাথালিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের দপ্তরী
কাম নৈশপ্রহরী মাসুদ রানা সুমনের (৩০) বিরুদ্ধে ওই বিদ্যালয়ের
চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
এই লজ্জায় বার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয় পরীক্ষা দিতে যায়নি ওই
শিক্ষার্থী।
জানা যায়, উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের চকপাথালিয়া
মোল্লা পাড়া গ্রামের আনিসুর মোল্লার ছেলে দপ্তরী কাম
নৈশপ্রহরী মাসুদ রানা সুমন গত মঙ্গলবার চকপাথালিয়া সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় বাংলাদেশ ও বিশ^ পরিচয়
বিষয়ে পরীক্ষা চলাকালীন সময়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন
হয়রানি করে। এ বিষয়ে ওই ছাত্রী বাড়িতে গিয়ে বাবা ও মাকে বললে
পরদিন গত বুধবার ছাত্রীর মা বিষয়টি প্রধান শিক্ষিকার শেরপুর
শহরের বাড়িতে এসে জানান। পরে ওই ছাত্রী লজ্জায় গত বৃহস্পতিবার
বিজ্ঞান বিষয়ে পরীক্ষায় অংশ গ্রহন করে নাই বলে জানা গেছে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমিতা চ্যাটার্জী
জানান, ওই ছাত্রীর মা অভিযোগটি মৌখিক ভাবে জানিয়েছেন।
কিন্তু বৃহস্পতিবার সকালের মধ্যে তাদের লিখিত ভাবে অভিযোগ
দেবার কথা ছিল কিন্তু তারা আর আসেননি। এই বিষয়টি আমি
মৌখিকভাবে উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তাদের
জানিয়েছি।
এদিকে অভিযুক্ত দপ্তরী কাম নৈশপ্রহরী সুমন বৃহস্পতিবার
চকপাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন।
তার মোবাইল নম্বরে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

এ প্রসঙ্গে ওই বিদ্যালয়ের সভাপতি আবুল কাশেম মন্ডল বলেন,
বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত আমাদের কাছে কোন লিখিত
অভিযোগ দেয়নি।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর
বলেন, এ ধরনের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত
ব্যবস্থা নেয়া হবে।

error

Share this news to your community