শিশু ও নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নবাবগঞ্জে কিশোরীদের ফুটবল টুর্নামেন্ট

নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি, বগুড়া নিউজলাইভ ডটকমঃ কিশোরীদের মানসিক স্বাস্থ্য, মনো-সামাজিক উন্নতি সাধন এবং শিশু ও নারী অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে শুরু হলো ২ দিন ব্যাপি কিশোরীদের অংশ গ্রহনে ফুটবল টুর্নামেন্ট”। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বেসরকারী সংস্থা ল্যাম্ব এ খেলার আয়োজন করে। রবিবার সকালে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাধ্যমিক পর্যায়ের ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের কিশোরী শিক্ষার্থীদের অংশ গ্রহনে শুরু হওয়া এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস্ চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, ল্যাম্বের প্রজেক্ট ম্যানেজার উৎপল মিন্জ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। উৎসব মুখর পরিবেশে খেলা দেখতে প্রচুর দর্শক মাঠে ভীড় করে।

error

Share this news to your community