শিবগঞ্জে জিয়ার ৩৯তম শাহাদত বার্ষিকী পালিত

বগুড়া নিউজলাইভ ডটকম, শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৩৯তম শাহাদত বার্ষিকী সীমিত পরিসরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হয়েছে। শনিবার বিকেল ৩টায় শিবগঞ্জ বিএনপি কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অধঃ নমিত করণ দলের প্রতিষ্ঠাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম এর বাস ভবনে পবিত্র কোরআন খতম ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অধ্যক্ষ মীর শাহে আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাস্টার আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, দুলু মাস্টার, পৌর বিএনপির আহ্বায়ক একেএম ইদ্রিস আলী, যুগ্ম আহ্বায়ক মাস্টার হারুনুর রশিদ, পৌর বিএনপি নেতা নজমুল হক মিঠু, ছাত্র দল নেতা খালিদ হাসান আরমান, মীর মুন, স্বেচ্ছা সেবক দল নেতা মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি, বারিক মোল্লা, যুবদল নেতা আবু শাহীন, মৎস্যজীবি দল নেতা রফিক প্রমুখ। এদিকে উপজেলার চকপাড়া জিয়া পরিবারের জায়গায় মোকামতলা ইউনিয়ন বিএনপি নেতা রোকন-উদ-দৌলা রুবেল মৃধার তত্ত্ববধানে দিনব্যাপী পবিত্র কোরআন খানি ও শহীদ জিয়ার মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে ও স্বাস্থ্য বিধি মেনে কর্মসূচি পালন করা হয়েছে।

error

Share this news to your community