শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের শিশুকন্যাসহ ৩ জন নিহত

বগুড়া নিউজলাইভ ডটকম, শাহজাদপুর প্রতিনিধিঃ আজ মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার সরিষাকোল কবরস্থান সংলগ্ন স্থানে সরকার ট্রাভেলস নামক ঢাকাগামী যাত্রীবাহী বাসের সাথে অটো-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুকন্যাসহ ৩ জন নিহত হয়েছে। নিহতরা হলেন, উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ী গ্রামের আন্না রাণী সূত্রধর (৩৫), তার স্বামী কাঞ্ছু সূত্রধর (৪০) ও তাদের শিশুকন্যা সিমা সূত্রধর (৭)। এ ঘটনায় নিহত কাঞ্ছু সূত্রধরের ছেলে শুভ সূত্রধর (১৬) ও অটো-ভ্যানচালক আহত হয়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এদিন বিকেলে কাঞ্ছু সূত্রধর, তার স্ত্রী আন্না রাণী সূত্রধর তাদের পুত্র শুভ ও কন্যা সিমাকে নিয়ে আত্মীয় বাড়ি পাশর্^বর্তী উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি বাসস্ট্যান্ড থেকে একটি অটো-ভ্যানযোগে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক দিয়ে তাদের বাড়ি শাহজাদপুর ফিরছিলেন। অটো-ভ্যানটি উপজেলার সরিষাকোল কবরস্থান সংলগ্ন স্থানে পৌঁছালে বিপরীত দিক পাবনা থেকে আসা ঢাকাগামী সরকার ট্রাভেলস নামের দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস সজোরে ওই অটো-ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আন্না রাণী সূত্রধর নিহত হন। এ সময় আশংকাজনক অবস্থায় এলাকাবাসী কাঞ্ছু সূত্রধর (৪০), সিমা সূত্রধর (৭) ও শুভ সূত্রধর (১৬) কে উদ্ধার করে প্রথমে স্থানীয় পিপিডি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের শারীরীক অবস্থার চরমাবনতি ঘটলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কাঞ্ছু সূত্রধর (৪০) ও তার শিশুকন্যা সিমা সূত্রধর (৭) কে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া শুভ সূত্রধর ও ভ্যানচালককে স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ৩ জনের মরদেহ তাদের নিজ বাড়ি উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ী গ্রামে নিয়ে যাওয়া হলে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। নিহতের আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর আহাজারীতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। এ খবর ছড়িয়ে পড়লে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে আসে।

error

Share this news to your community