শাজাহানপুরে শিক্ষিকাকে ধর্ষন চেস্টাকারী অফিস সহকারী হারেজ সাময়িক বরখাস্ত

বগুড়া নিউজলাইভ ডটকম শাজাহানপুর প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুর উপজেলায় মানিক দ্বিপা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষিকাকে ধর্ষন চেস্টাকারী অফিস সহকারী হারেজ উদ্দীনকে সাময়িক বরখাস্ত করেছেন কর্তৃপক্ষ। বুধবার সকালে ওই অফিস সহকারীর বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করেছেন নির্যাতিত ওই শিক্ষিকা। সকালে সরেজমিনে ঘটনাটি প্রাথমিক তদন্ত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ। ঘটনার গভীর তদন্ত করতে ৩ সদস্যর তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে। হারেজ উদ্দীন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক এবং বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য।
স্কুল চলাকালীন সময়ে নিজ স্কুলের ভেতরেই শিক্ষিকাকে ধর্ষনের চেস্টায় উপজেলা জুড়ে নিন্দার ঝড় বইছে। ক্ষোভ প্রকাশ করে দৃস্টান্ত মূলক শাস্তি দাবী করেছেন অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকা অভিভাবক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে স্কুল ভবন সংলঘœ একটি মাটির পয়েন্টে ভ্রাম্যমান আদালতে এসেছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীন। প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক সে সময় ওখানে গিয়েছিলেন। অন্য শিক্ষকরা ক্লাশ নিচ্ছিলেন। ঘটনার শিকার ওই সহকারী শিক্ষিকা লাইব্রেরিতে একাই ছিলেন। এই সুযোগে অফিস সহকারী হারেজ উদ্দীন ওই শিক্ষিকাকে ঝাপটে ধরে ধর্ষন চেস্টা করেন। এসময় নিজেকে বাঁচাতে ওই শিক্ষিকা অফিস সহকারী হারেজ উদ্দিনের গালে চড় মারেন এবং চেয়ার তুলে মারতে চেস্টা করেন। হারেজ উদ্দীন সেই চেয়ার ধরে ফেলেন এবং আরো ক্ষিপ্ত হয়ে তার উপরে শক্তি প্রয়োগ করেন। তিনি নিজেকে কোন রকমে বাঁচিয়ে রুম থেকে বাহির হয়ে আসেন এবং প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের ঘটনা জানান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় সকল শিক্ষক এবং ম্যানেজিং কমিটি তাৎক্ষনিক ভাবে বৈঠক করেন এবং ওই শিক্ষিকাকে লিখিত অভিযোগ দিতে বলেন। বুধবার সকালে ওই শিক্ষিকা প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করেন। স্কুলের সকল শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অফিস সহকারী হারেজ উদ্দীনকে সাময়িক বহিস্কার করেন এবং ৩সদস্য বিশিস্ট তদন্ত কমিটি করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ জানান, ঘটনা শুনে প্রাথমিক তদন্তে সরেজমিনে ওই স্কুলে গিয়েছেন। ঘটনার সত্যতা পেয়েছেন। গভীর তদন্তের জন্য ৩সদস্যর তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে তিনি ওই স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে জেনেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ এবং ম্যানেজিং কমিটির সভাপতি ইনছান আলী জানান, সহকারী শিক্ষিকা অভিযোগ দিয়েছেন। ঘটনার সত্যতা পাওয়া গেছে। অফিস সহকারী হারেজ উদ্দীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গভীর তদন্তের জন্য ৩সদস্য বিশিস্ট কমিটি গঠন করা হচ্ছে। তাদের দেয়া প্রতিবেদনের উপরে পরবর্তি আইনগত পদক্ষেপ নেয়া হবে।
শাজাহানপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাকিম জানান, বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করে ঘটনা তদন্ত করা হবে। সত্যতা পাওয়া গেলে হারেজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

error

Share this news to your community