শাওয়ালের চাঁদ দেখা যায়নি:সোমবার পবিত্র ঈদুল ফিতর

বগুড়া নিউজলাইভ ডটকম ডেস্কঃ বাংলাদেশের আকাশে কোথাও আজ (২৩ মে) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী সোমবার (২৫ মে) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আগামীকাল রোববার (২৪ মে) হবে দেশে ৩০ রমজান পূর্ণ হবে।
সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আবদুল্লাহ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্দেশনা অনুযায়ি, মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ঈদগাহ বা উন্মুক্ত স্থানে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে না। এই ক্ষেত্রে মুসল্লিরা জীবনের ঝুঁকি বিবেচনা করে ঈদের নামাজের জামাত খোলা জায়গার পরিবর্তে কাছের মসজিদে পড়তে পারবেন। শারীরিক দুরত্ব বজায় রাখতে প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাতের ব্যবস্থা করা যেতে পারে।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গতকাল শুক্রবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ৩০ রমজান পূর্ণ হয়েছে। আগামীকাল রোববার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপন করা হবে।

error

Share this news to your community