রোটারী ক্লাব অব বগুড়া ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার, বগুড়া নিউজলাইভ ডটকম: ভিটামিন ‘এ’ ক্যাপসুল শুধু শিশুদের অন্ধত্ব দূর করে না, শিশুদের পুষ্টি ঘাটতিও পূরণ করে। আজ ১১ই ডিসেম্বর রোজ শনিবার স্বাস্থ্য বিভাগ বগুড়া পৌরসভার আয়োজনে বগুড়ার সাতমাথায় জিরো পয়েন্ট সহ বগুড়া পৌরসভার চারটি গুরুত্ব পূর্ণ এলাকায় প্রতিবছরের মতো রোটারী ক্লাব অব বগুড়া ভ্রাম্যমান বুথ তৈরীর মাধ্যমে ০৬ মাস হইতে ০৫ বছরের শিশুদের ভিটামিন এ”এর অভাব জনিত রোগ বালাই থেকে রক্ষার জন্য ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো তে সহযোগিতা করে আসছেন। সকাল ০৯টায় সাতমাথা বুথে শিশুদের ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন করেন বগুড়া পৌর সভার মাননীয় মেয়র জনাব, রেজাউল করিম বাদশা ও বগুড়ার মাননীয় সিভিল সার্জন জনাব ডাক্তার মোঃ গওসুল আজিম চৌধুরী। উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট রোটারীয়ান সৈয়দ আহমেদ কিরণ, পিপি রোটারীয়ান এম এ জিন্নাহ, পিপি রোটারীয়ান মোস্তফিজার রহমান, সেক্রেটারি রোটারিয়ান রফিকুল ইসলাম বুলবুল, রোটারীয়ান শাহীন কাদির, রোটারীয়ান সানাউল হক দুলাল, রোটারীয়ান এ্যাডঃ শফিকুল ইসলাম শফিক, রোটারীয়ান সঞ্জীব প্রসাদ জয়সোয়াল, রোটারীয়ান ইয়াসমিন হাসান, রোটারীয়ান মোঃ রেজাউল হক, রোটারীয়ান আব্দুল খালেক দুলু রোটার‌্যাক্ট ক্লাব অব বগুড়া’র প্রেসিডেন্ট রোটার‌্যাক্ট তাইজুল ইসলাম সুমন, সেক্রেটারী রোটার‌্যাক্ট সাকিব হাসান, আইপিপি রোটার‌্যাক্ট আবু বক্কর সিদ্দিক, পিপি রোটার‌্যাক্ট মির্জা শাহ রেজা, পিপি রোটার‌্যাক্ট আইনুল ইসলাম, রোটার‌্যাক্ট নাজমুল হুদা আতিক, ভাইস প্রেসিডেন্ট রোটার‌্যাক্ট আজিজুল হক রানা, রোটার‌্যাক্ট আনোয়ার হোসেন, রোটার‌্যাক্ট সোহাগ মিয়া, রোটার‌্যাক্ট মোতালেব হোসেন, রোটার‌্যাক্ট নাদিম মাহমুদ, রোটার‌্যাক্ট আলিমুজ্জামান সহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য বগুড়ার চারটি পয়েন্ট সাতমাথা, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, ফুলতলা, ও নারুলী তে সকাল ০৮ টা থেকে বিকাল ০৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভিটামিন এ ক্যাপসুল উল্লেখিত বয়সের শিশুদের বিনামূল্যে খাওয়ানো হয়। ক্যাম্পেইনে ৬-১১ (১১ মাস ২৯ দিন) মাস বয়সের শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সের শিশুকে একটি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়। এভাবে ৪টি ক্যাম্পে মোট লাল রং এর ক্যাপসুল খাওয়ানো হয় ১ হাজার ১ শত ৬৯টি ও নীল রং এর ৭৫টি।

error

Share this news to your community