রাজশাহী বোর্ডে এসএসসি পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, বগুড়া নিউজলাইভ ডটকমঃ রাজশাহী বোর্ডে পাসের হার বেড়েছে। ২০২১ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে ৯৪ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৯০৯ জন। গতবার এই পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ।
রাজশাহী শিক্ষা বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজশাহী বোর্ডে এ বছর এসএসসি বা সমমানের পরীক্ষায় অংশ নেয় মোট ২ লাখ ৮ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী। রাজশাহীতে মোট ২৬৮টি কেন্দ্র্রে এসএসসি বা সমমানের পরীক্ষা হয়েছে।
শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও আগের তুলনায় বেড়েছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ২৬ হাজার ১৬৭ জন পরীক্ষার্থী।

error

Share this news to your community