রাজশাহীতে ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, বগুড়া নিউজলাইভ ডটকমঃ রাজশাহীর পুঠিয়ায় হাটে বাজার করতে যাওয়ার পথে চার্জার ভ্যান ও ট্রাকের সংঘর্ষে আবু সাঈদ (৫৫) নামের একজন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের সেনভাগ নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত সাঈদ উপজেলার জিউপাড়া ইউনিয়নের সেনভাগ গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে।
অন্যদিকে আহতরা হলেন একই গ্রামের আব্দুল মজিদ (৪০) ও বাবুল মিয়া (৫০)।
ফরমান আলী নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, বৃহস্পতিবার উপজেলার ঝলমলিয়া হাটবার। সকালে এই হাটে কেনাবেচা করতে তারা ভ্যানযোগে যাচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে নাটোরগামী একটি ট্রাক তাঁদের সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় পুঠিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আহতদের উদ্ধার করে পুঠিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদকে মৃত ঘোষণা করেন। অপর দু’জনকে মুমূর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পবা হাইওয়ে (শিবপুরহাট) থানার পুলিশ পরিদর্শক মোফাকারুল ইসলাম বলেন, ‘দূর্ঘটনার পর ঘটনাস্থল থেকে চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে। আমরা নিহতের লাশ উদ্ধার করেছি। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে’।

error

Share this news to your community