বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জেল হত্যা দিবস পালিত

ষ্টাফ রিপোর্টারঃ নানা কর্মসূচির মধ্যদিয়ে বগুড়া জেলা আওয়ামীলীগ পালন করলো জেল হত্যা দিবস। এ উপলক্ষ্যে বগুড়া জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধ নর্মিত করে তোলা হয়। পরে বঙ্গবন্ধু সহ চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলীয় নেতাকর্মী ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মকবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, যুগ্ম সম্পাদক রাগেবুল হাসান রিপু, টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন, রেজাউল করিম মন্টু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর বাংলাদেশ আওয়ামীলীগকে নেতৃত্ব শূণ্য করতে জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করেছিল।

কিন্ত ঘাতকদের সেই আশা পূর্ণ হয়নি। বাংলাদেশ আওয়ামীলীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারও ঘুরে দাড়িয়েছে। বঙ্গবন্ধুর খুনী ও যুদ্ধাপরাধীদের বিচার করছে। জাতীয় চার নেতার খুনিদেরও বিচার করবে। বক্তরা অবিলম্বে জাতীয় চার নেতার হত্যাকারীদের বিচারের দাবি জানান।
আলোচনা সভায় আওয়ামী লীগ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু।

error

Share this news to your community