বিপন্ন গ্রামীণ মজুরদের বাঁচাতে স্মারক লিপি দিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি

বগুড়া নিউজলাইভ ডটকম, রায়গঞ্জ প্রতিনিধিঃ করোনা মহা সংকটে বিপন্ন ক্ষেতমজুর সহ গ্রামীণ মজুরদের বাঁচাতে ১০ দফা দাবি সম্বলিত একটি স্মারক লিপি রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে তুলে দেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি সিরাজগঞ্জ জেলা ও রায়গঞ্জ উপজেলা কমিটির নেতৃবৃন্দ। আজ সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদানের সময় বিশিষ্ট কৃষক ক্ষেতমজুর নেতা শেখ মোস্তফা নুরুল আমীন, ক্ষেতমজুর নেতা প্রদীপ ভৌমিক ও বনিউল আলম বিপু উপস্থিত ছিলেন। রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৌহার্দ্য ও ইতিবাচক মনোভাব নিয়ে স্মারক লিপি গ্রহণ করেন এবং তা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ক্ষেত মজুরদের স্থানীয় সমস্যা গুলো নিরসনের ব্যাপারেও তিনি উদ্যোগ নেবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সিরাজগঞ্জের কাজীপুর, তাড়াশ, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলার ক্ষেত মজুর সমিতির নেতৃবৃন্দ কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে পৃথক পৃথকভাবে নিজ নিজ উপজেলায় স্মারকলিপি পেশ করেন।

error

Share this news to your community