বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে পথচলে-সৈয়দ বাকের

স্টাফ রিপোর্টার, বগুড়া নিউজলাইভ ডটকম: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির পাঠাগার বিষয়ক সম্পাদক সৈয়দ ইমাম বাকের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছায়াতলে থাকে দেশ উন্নয়নের অংশীদার হয়ে থাকছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে জননেত্রী দেশরতœ শেখ হাসিনার দেখানো পথ ধরে ছাত্রলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সারাদেশে বিচরণ করছে। তালা দেশে ছাত্র অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। মহান ভাষা আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬ দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র নির্বাচন এবং ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই বাংলাদেশ অর্জিত হয়েছে। ১৯৪৮ সালে ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে সকল সময়ে সকল লড়াই-সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবর এর আদর্শকে ধারণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে গেছে। বঙ্গবন্ধু এদেশের মানুষকে স্বাধীন সার্বভৌম একটি দেশ উপহার দিয়েছেন। তারই কন্যা শেখ হাসিনা এর হাত ধরে বাংলাদেশের মানুষ অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। একদিন যারা এ দেশকে তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত করেছে, আজ তারাই আবার উন্নয়নের রোল মডেল বলে বাহবা দিয়ে যাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে পথচলে, তাই তারা কখনও আদর্শচ্যুত হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগকে নিজের সন্তানের মত লালন করেন। আমরা সেই বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা বঙ্গবন্ধু কন্যার ছায়া তলে থেকে এই দেশের উন্নয়নের অগ্রযাত্রায় অংশগ্রহণ করেছি। বগুড়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেই এগিয়ে যাচ্ছে। জামাত-বিএনপি অধ্যুষিত এলাকা হলেও বগুড়ায় জননেত্রী শেখ হাসিনার কর্মীরা সবসময় ঐক্যবদ্ধভাবে লড়াই-সংগ্রামের অংশগ্রহণ করছে। এখনো পঁচাত্তর এর মত ষড়যন্ত্র করার জন্য ষড়যন্ত্রকারীরা ওঁত পেতে বসে আছে। সেইসব ষড়যন্ত্রকারীদের রুখে দিয়ে এ দেশের উন্নয়নের অগ্রযাত্রায় সকলকে শামিল হতে হবে।বগুড়া জেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সোমবার দুপুরে দলীয় কার্যালয়ে সৈয়দ ইমাম বাকের এসব কথা বলেন। বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপর সমাজসেবা বিষয়ক সম্পাদক শেখ সাঈদ আনোয়ার সিজার, সহ সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়’র পরিচালনায় বিশেষ বর্ধিত সভায় বগুড়া জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, সকল উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

error

Share this news to your community