বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নবজাতক চুরি

বগুড়া প্রতিনিধিঃ
বুধবার বিকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এক
নবজাতক চুরি হয়েছে। রাত পর্যন্ত নবজাতকের সন্ধান পাওয়া যায়নি। হাসপাতাল
কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানিয়েছে।
হাসপাতাল সুত্র জানায়, মঙ্গলবার রাতে মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের
গাইনী ওয়ার্ডে বগুড়ার কাহালু উপজেলার নলঘরিয়া গ্রামের নাহিদা আক্তার প্রসব
বেদনা নিয়ে ভর্তি হন। বুধবার বিকালে সন্তান প্রসবের জন্য তাকে লেবার রুমে
নেয়া হয়। তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও মেডিক্যাল
কলেজ ফাঁড়ি পুলিশ জানিয়েছে, বিকাল ৩ টার দিকে নবজাতককে প্রসুতির
সঙ্গে আসা আত্মীয় আবেদা নামে এক মহিলার হাতে নার্সরা নবজাতককে তুলে
দেয়। নবজাতককে নিয়ে আসার পথে অজ্ঞাত এক মহিলা আবেদা বেগমকে বলে ওষুধ
লাগবে, এজন্য তাকে টাকা দিয়ে নবজাতক কোলে নেয়। এর পরেই নবজাতক সহ ওই
মহিলা উধাও হয়। এর পরপরেই ঘটনাটি নিয়ে তোলপাড় আলোড়ন সৃস্টি হয়।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, নবজাতক চুরির
বিষয়টি বিকাল ৩টার পর তাদের জানান হয়। এরপর বিষয়টি নিয়ে অভ্যন্তরীন খোঁজ
নেয়া হচ্ছে। বিষয়টি মেডিক্যাল ফাঁড়ি পুলিশকে লিখিত ভাবে জানান হয়েছে
বলে তিনি উল্লেখ করেন।
এব্যাপারে মেডিক্যাল ফাঁড়ির এস আই আব্দুল আজিজ মন্ডল জানান, নবজতক
চুরির বিষয়টি জানার পর তারা খোঁজ খবর নিচ্ছেন। তবে রাত পর্যন্ত অজ্ঞাত ওই
মহিলা বা চুরি হওয়া নবজাতকের বিষয়ে কিছু জানা যায়নি বলে তিনি জানান।

error

Share this news to your community