বগুড়া র‌্যাবের অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়া নিউজলাইভ ডটকমঃ র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩৭৫ গ্রাম গাঁজা ও ৩৮৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। র‌্যাব-১২ সূত্র জানায় শনিবার সকাল সাড়ে ৭টায় ধুনট থানাধীন নিমগাছী ইউনিয়নের জয়শিং গ্রামের মোঃ দুলাল ফকিরের বাড়ীর দক্ষিন পশ্চিম পাশের্^ ইটের সলিং রাস্তার উপরে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মজনু মিয়া (৩২) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মজনু মিয়ার কাছ থেকে ৩৭৫ গ্রাম গাঁজা, ১টি মোবাইল ও ২টি সিম উদ্ধার করে। মজনু মিয়া ধুনটের ধামাচামা গ্রামের মোঃ গোলজার মন্ডলের পুত্র। অপর দিকে একই দিন সকাল সাড়ে ৮টায় বগুড়া শহরের ইয়াকুবিয়া স্কুলের সামনে বাস্তার দিনাজপুর থেকে বগুড়াগামী খালি পিক-আপে তল্লাশী চালিয়ে ৩৮৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় র‌্যাব মাদক ব্যবসায়ী বগুড়া শহরের জয়পুরপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের পুত্র পিকআপ চালক মোঃ আব্দুল মতিন (৩৫), পিক আপের হেলপার মাটিডালী ফকিরপাড়া গ্রামের মোঃ নজরুল ইসলাম পুত্র মোঃ স্বপন (২৪) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের হেফাজতে থাকা ৩৮৭ বোতল ফেন্সিডিল ২টি মোবাইল ও ৪টি সিম উদ্ধার করা হয়।
র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার রওশন আলী জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন ধুনট ও সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

error

Share this news to your community