বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ বাস্কেট ও ভলিবলে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন

বগুড়া নিউজলাইভ ডটকমঃ বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ ৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ এ বালিকা দল বাস্কেটবল ও ভলিবলে অংশ নিয়ে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিষ্ঠানটি শিক্ষার মান অক্ষুন্ন রাখার পাশাপাশি কো-কারিকুলামেও জাতীয় পর্যায়ে পরিচিতি পেয়েছে। বিশেষ করে ভলিবল, বাস্কেটবল, সাঁতার প্রতিযোগিতা, কুচকাওয়াজ প্রদর্শন, ডিসপ্লে, উপস্থিত বক্তৃতা, বিষয়ভিত্তিক রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় কো-কারিকুলামে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের দক্ষ করে গড়ে তোলার জন্য বিশেষ প্রশিক্ষনের ব্যবস্থা রয়েছে। এ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ্যাড. বার্নাড তমাল মন্ডল ও অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডির সাথে আলাপকালে তিনি জানান, সু-নাগরিক হতে হলে পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলামে বিশেষ পারদর্শী হতে হবে। শুধু ভালো শিক্ষার্থী হলে চলবে না ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হতে হলে ভালো মানসিকতা থাকতে হবে। দক্ষ কো-কারিকুলাম ব্যতিত কখনও কোন শিক্ষার্থীর পক্ষে ভালো মানসিকতা সম্পন্ন মানুষ হওয়া সম্ভব নয়। মাদক, সন্ত্রাস প্রতারনা হতে শিক্ষার্থীদের দুরে রাখতে হলে কো-কারিকুলামে আকৃষ্ট করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানটি এ বিষয়গুলো মাথায় রেখেই ভবিষ্যত প্রজন্মকে এগিয়ে নিচ্ছে। মঙ্গলবার বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ছাত্রীদল ট্রফি হাতে নিয়ে শিক্ষকদের সাথে আনন্দ-উল্লাসে মেতে ওঠে। এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠান অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডি, শিক্ষা প্রতিষ্ঠান উপদেষ্টা সাবেক জেলা শিক্ষা অফিসার গোপাল চন্দ্র সরকার, উপাধ্যক্ষ আশের মাইকেল বেসরা, মনিটরিং ও ই-ভেলুয়েশন কর্মকর্তা কাজী নাজনীন জাহান, শামীম আক্তার, সহকারি প্রধান শিক্ষক পারভীন আক্তার ও প্রভাতী শাখার গ্লোরী লুবনা চাম্বুগং, বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট অধ্যক্ষ প্রকৌশলী ভিভিয়ান রিওন মারান্ডি, উপাধ্যক্ষ আইএনএম মাহবুবুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা সফিউল আলম নিটু সহ প্রমূখ। এ্যাথলেটিকস পর্যায়ে অতি সম্প্রতি কলেজের ছাত্র রায়হান জাতীয় পর্যায়ে ১৫০০মিটার দৌড়ে অংশ নিয়েছে।

error

Share this news to your community